বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পুলিশকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার

পুলিশকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার

আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, রাষ্ট্রের সুরক্ষায় অতি বিশ্বস্ত আগুয়ান এক বাহিনী । যাঁদের জনগণকে পাশে নিয়ে অগ্রভাগ থেকে সেবা নিশ্চিত এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় । সেই চেতনা অবশ্যই বজায় রেখে নতুন বছরের উদ্দাম কাজে লাগিয়ে আরও শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে।

আজ শনিবার ৯ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ অফিসার্স মেস চাঁদমারিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্দীপনামূলক কর্মশালা উদ্বোধনকালে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানবাধিকার সমুন্নত রেখে, নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমনে যতটুকু সক্ষমতা প্রয়োজন তা প্রয়োগ করতে হবে। সরকারের দেয়া সুযোগ-সুবিধায় সন্তুষ্ট থেকে পুলিশকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিয়ত ঠিক রেখে কাজ করলে বেহেশতে যাওয়ার পথ সহজ।প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে, পেশার বাহিরে দুরভিসন্ধি বরদাস্ত করা হবে না।

উক্ত কর্মশালায় গেষ্ট স্পীকার হিসেবে ” শিষ্টাচার ও সদাচরণ ” শীর্ষক আলোচনা রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডকুমেন্টারি প্রদর্শনী শীর্ষক আলোচনা রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর এন্ড পিএমটি রুনা লায়লা।

এ সময় উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ -পুলিশ কমিশনার বিএমপি সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ -পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিব মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech