বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মরহুম হোসেন শাহ’র ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মরহুম হোসেন শাহ’র ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥
দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং “দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা, সম্পাদক মন্ডলির সভাপতি মরহুম মোঃ হোসেন শাহ’র ১৭ তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বরিশাল নগরীর মুসলিম গোরস্তানে মরহুমের কবর জিয়ারত এবং বাদ জোহর শাহনামা’র উদ্যোগে নগরীর পলাশপুর রহমানিয়া এতিমখানা ও কওমী মাদ্রাসায় মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর পলাশপুর রহমানিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদ’র পক্ষে শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষে মামুনুর রশীদ নোমানী, বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল তালুকদার, বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রোকন, দৈনিক বাংলার বনে’র পক্ষে অধ্যাপক লুৎফ-এ-আলম, দৈনিক শাহনামা’র পক্ষে প্রভাষক আফছার উদ্দিন মৃধা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোঃ দুলাল হোসেনসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ শাহনামা ও বাংলার বনে পত্রিকায় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
অপরদিকে, একই দিন বাদ ফজর ও বাদ জোহর মেহেন্দিগঞ্জের শ্রীপুুর মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই মহান প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে। ২০০৪ সালের ১৪ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম হোসেন শাহ প্রায় ৪০ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটি দৈনিকে রূপান্তর করেন। এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। বরিশালের সংবাদপত্র অঙ্গনের প্রতিষ্ঠিতদের অনেকেই তার পত্রিকায় হাতে খড়ি দিয়েছেন। মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech