দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএম-এ ভোট হচ্ছে পিরোজপুর পৌরসভায়।
ইভিএম ব্যবহারে ভোটারদের প্রশিক্ষণ দিতে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্বাচনি এলাকার প্রতিটি কেন্দ্রে মক ভোটিং এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের ভোটাররা অংশ নিয়ে ইভিএম-এ ভোট দেওয়ার কৌশল আয়ত্ব করেন। এসময় ভোট গ্রহণে অংশ নেওয়া ব্যক্তিরা ভোটারদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দেন। তবে মক ভোটিং এ উপস্থিত ভোটারদের সংখ্যা ছিল খুবই কম।
মক ভোটিংয়ে অংশ নেওয়া ভোটাররা জানান, ইভিএম এ ভোট প্রদান খুবই সহজ বলে মনে হয়েছে তাদের। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া হলে জাল ভোট অথবা ভোট কারচুপির কোন সুযোগ নেই বলেই মনে করেন তারা।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ইভিএম এর মাধ্যমে সঠিকভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩০ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পৌরসভায় ২৬টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।