ডেস্ক রিপোর্ট:
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নাজিরপুরের ১১৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ চেক তুলে দেন। এ সময় প্রতিটি মণ্ডপের জন্য ২ হাজার টাকা এবং ৫শ’ কেজি চাল প্রদান করেন।
এসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শেখ হাসিনার সরকারের সময় নজিরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্বর্ণযুগ হিসেবে সারাদেশে উদযাপিত হচ্ছে।
নাজিরপুর উপজেলার ১১৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে মন্ত্রীর নিজস্ব তহবিলের আর্থিক অনুদান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে চাল এবং পিরোজপুর জেলা পরিষদ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান বক্তব্য রাখেন।