মোঃ শাহাজাদা হীরা:
গতকাল ১ অক্টোবর সকাল ১১ টায় চ্যানেল আইয়ের আয়োজনে, অশ্বিনী কুমার হলের দ্বিতীয় তলায়। চ্যানেল আইয়ে ২২ বছর পদার্পণ ও ২১ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস এম ইকবাল বরিশালের প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা এবং চ্যানেল আই বরিশাল প্রতিনিধি, শাহিনা আজমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথি বৃন্দরা এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে কেক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আগত অতিথিরা চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা করে বক্তব্য রেখে, কেক কেটে ২১ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।