পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
রবিবার শহরের সি.ও অফিস মোড়ে এ বুথ উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ,পিরোজপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল প্রমুখ।
কোভিড-১৯ মোকাবেলায় সরকার নির্ধারিত করোনা টিকা প্রত্যাশীদের সহজে রেজিষ্ট্রেশন করার জন্য এ উদ্যোগ গ্রহন করেছে জেলা পুলিশ ।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ রেজিষ্ট্রেশন বুথে সেবা প্রত্যাশীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন ।
সরকারী নির্দেশনুযায়ী ফ্রন্টলাইনার্স ও ৪০ বছর থেকে যে কোন বয়ষ্ক নাগরিক এ ভ্যাকসিন নিতে রেজিষ্ট্রেশন করতে পারবে ।
এজন্য আগ্রহীদের জেলা পুলিশের তরফ থেকে জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত মুঠোফোনটি সাথে নিয়ে আসতে বলা হয়েছে।