পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি’র উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকালে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হেসেন মঞ্জু এমপি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আমরা পদ্মা সেতু দেখতে পারতাম না।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিঞা,
সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম নসু। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয়গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপত্বি করেন কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মোঃ মফিদুল ইসলাম।