পিরোজপুরের কাউখালীর দক্ষিণ পারসাতুরিয়া রহমানিয়া ইসলামিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসার উদ্যোগে ৯ম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মঙ্গলবার রাতে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন হযরত মাওলানা শাহ মুহাম্মাদ হাসান ফেরদাউস পীর সাহেব মোকামিয়া, হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ সাহেব মুহতামিম দারুল উলূম মাদরাসা খুলনা।
বিশেষ আকর্ষণ ছিলো আন্তর্জাতিক ক্বারীরা ক্বিরাত পাঠ করেন। ব্যবস্থাপনায় মাওলানা মুহা রেজাউল করীম মাদ্রাসার পরিচালক। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।