আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে খলিল মোল্লার দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৫ লক্ষ টাকা। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের খলিল মোল্লার রান্না ঘর থেকে শনিবার রাত ৮ টার দিকে একটি বিকট শব্দে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আগুনে তার বসতঘর এবং রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মোঃ খলিল মোল্লা।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। এতে খলিল মোল্লার বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খলিল মোল্লা বলেন, একটি বিকট শব্দে রান্না ঘরের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমার রান্না ঘর ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করা হবে।