পিরোজুপরের ইন্দুরকানীতে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে তাইয়েবা আক্তার নামে দুই বছর বয়সের এক শিশুর মুত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাইয়েবা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মো. আসাদ মোল্লার মেয়ে। নিহত ওই শিশুটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হুমায়রা একা খেলার ছলে বাড়ির পাশের একটি খালের পাড়ে গিয়ে দাঁড়ায়। সেখানে খেলতে খেলতে হঠাৎ খালে পড়ে যায় সে। পড়ে স্বজনরা খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী খালে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মুত্যু ঘোষণা করেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়াবুর রহমান জানান, শিশুটি পানিতে পড়ার পর উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।