বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরগুনায় ৪ হরিণ শিকারি আটক

বরগুনায় ৪ হরিণ শিকারি আটক

বরগুনায় ৪ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে শিকারিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার সখিনা গ্রামের হারুন মুসুল্লির ছেলে এনায়েত মুসুল্লি (৩৭), শাহ আলম হাওলাদারের ছেলে আউয়াল হাওলাদার (২০), সোনাকাটা গ্রামের আতাহার শিকদারের ছেলে রহিম শিকদার (৪০) ও ফরহাদ শিকদার (২১)। হরিণ শিকারের প্রস্তুতিকালে বুধবার কচিখালী অভয়ারণ্যের পক্ষিদিয়া চর থেকে তাদের আটক করা হয়। ইঞ্জিনচালিত নৌকা, হরিণ ধরা ফাঁদসহ বিভিন্ন মালামাল তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণ শিকারের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে বুধবার (১৭ মার্চ) সকালে পক্ষিরদিয়া চরে অভিযান চালান কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা। এসময় তাদের দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চার শিকারিকে আটক করা হয়।

এসময় শিকারিদের কাছ থেকে ইঞ্জিনচালিত দুটি নৌকা, ৩০০ ফুট নাইলনের দড়ির ফাঁদ, দুটি মাছধরা জাল, দুটি সোলার প্যানেল এবং একটি দা-সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech