সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যুব ও ছাত্র ঐক্য পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া শাখার সভাপতি সুভাষ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্যাম শংকর রায়, সহ সভাপতি কাজল দাস, পার্থ বেপারী, প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব সমাদ্দার লিটন, যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায়, সদস্য বিশ^জিৎ বিশ^াস প্রমূখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু নির্যাতন ও বাড়ি ভাচূরের ঘটনায় যারা জড়িত প্রত্যককে আইনের আওতায় আনতে হবে।