বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১২ লাখ টিকা উপহার দেবে ভারত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১২ লাখ টিকা উপহার দেবে ভারত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১২ লাখ টিকা উপহার দিচ্ছে ভারত। শুক্রবার (২৬ মার্চ) এই টিকা ঢাকায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। আর এদিনই ভারতের উপহারের ১২ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহার দিয়েছিল ভারত। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬-২৭ মার্চ নরেন্দ্র মোদী ঢাকা সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর।

ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech