‘সরকার মোদিকে খুশি করতে গতকাল শুক্রবার ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ দিয়ে বায়তুল মোকাররমে তাণ্ডব চালিয়েছে’ বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। নূর বলেন, আজকে যদি দেশে গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে এই তাণ্ডব ঘটতে পারতো না। তারা ক্ষমতায় আছে ভারতের কৃপায়।
তিনি আরও বলেন, ‘২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অতর্কিতভাবে ঘুমন্ত জাতির ওপরে গণহত্যা চালিয়েছিল, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ এই সরকার আমাদের ওপরে সেই গণহত্যার শামিল একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’