বরিশাল কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় আদালত কম্পাউন্ডে সভাপতি অপু রয় এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যদের কণ্ঠভোটে দৈনিক আজকের বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জিয়া উদ্দিন বাবুকে সভাপতি এবং বরিশাল প্রতিদিন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া দৈনিক মতবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম হিরাকে কোষাধ্যক্ষ, বাংলা নিউজের মুসফিক সৌরভকে সাংগঠনিক সম্পাদক, বরিশাল ক্রাইম নিউজের যুগ্ম বার্তা সম্পাদক শাকিল মাহমুদকে দপ্তর ও প্রচার এবং সাবেক সভাপতি অপু রয়কে ১নং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। পূর্বের কমিটির সহ-সভাপতি এইচ.কে সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় তপু, ক্রীড়া সম্পাদক আজকের বার্তা পত্রিকার ফটো সাংবাদিক কামরুজ্জামান জুয়েল রানা, সিনিয়র সদস্য সুমাইয়া জিসান, সৈয়দ বাবু স্বপদে বহাল রয়েছেন।
এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় সংগঠনের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।