পিরোজপুরে ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে র্যাব। জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব ৮-এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ মো. সামছুল হকের খাবার হোটেলের সামনে থেকে আটক করে।
এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক।