অনলাইন ডেস্ক:
সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিপিএম বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আমরা সবাই এক সাথে বসবাস করি।
সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন পূজামন্ডপ, বারপাইকা সার্বজনীন মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আ.রব হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাসসহ পূজা উদযাপন ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।