বরগুনার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর রাস্তার পাশে চর থেকে মো. জহিরুল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তার পাশে খেয়াঘাট সংলগ্ন খাকদন নদীর চরে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্বার করে। এসময় যুবকের প্যান্টের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ ও একটি জন্মনিবন্ধন সনদ পাওয়া যায়। জন্মনিবন্ধন সনদে যুবকের নাম মো. জহিরুল, বাবা সেলিম হাওলাদার, গ্রাম তুলসীবাড়ীয়া, ইউনিয়ন কেওড়াবুনিয়া উল্লেখ রয়েছে।
জহিরুল পৌরসভার কড়ইতলা কালিকাবাড়ী এলাকায় দুখি নামের একজনের ডেকোরেটর কর্মচারী বলে জানা গেছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, জন্মনিবন্ধন সনদে পাওয়া পরিচয় সঠিক আছে। অভিভাবক যোগাযোগ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে সম্ভবত আত্মহত্যা করেছে জহিরুল। পরে দড়ি ছিঁড়ে পাশে মৃতদেহ পড়ে যায়। পুলিশ গাছের সাথে থাকা ঝুলন্ত দড়ি উদ্ধার করে। তবে আত্মহত্যার রহস্য জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।