মোঃ শাহাজাদা হীরা:
আজ দশমী শুভ বিজয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ দুর্গা প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দূর্গা উৎসব। আজ ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তার সাথে ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাকেরগঞ্জসহ বাকেরগঞ্জ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বাকেরগঞ্জের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজার আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলেন।