বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরগুনায় ডায়রিয়া পরিস্থিতি আরো অবনতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩

বরগুনায় ডায়রিয়া পরিস্থিতি আরো অবনতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩

বরগুনা জেলায় মাসখানেক ধরে ডায়রিয়ার প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় আক্রান্ত হয়েছে ২০৩ জন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১১১৪ জন। এ পর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৪১৬ জন। চিকিৎসাকেন্দ্রে জায়গা, জনবল ও প্রয়োজনীয় স্যালাইন সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদরে ৮৩, আমতলী-তালতলীতে ৩৯, পাথরঘাটায় ১৫, বেতাগীতে ৪২ ও বামনায় ২৪ জন আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে বরগুনা সদরে ৪৮৭, আমতলী-তালতলীতে ২১১, পাথরঘাটায় ১১৭, বেতাগীতে ২০৭ ও বামনায় ৯২ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১৬ জন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন জানান, প্রতিদিন গড়ে ৫০/৬০ জন করে রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে মেঝেতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন তারা। ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে সমগ্র জেলায়। প্রয়োজনীয় ওষুধ ও স্থান সংকট রয়েছে।

তিনি আরো জানান, একদিকে যেমন আইভি স্যালাইন সঙ্কট অন্যদিকে স্থানীয়ভাবে রোগীরা মেঝেতে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ার ফলে ব্যাহত হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম।

ডায়রিয়া আক্রান্ত আ. খালেক বলেন, হাসপাতালের যেই অবস্থা এতে আরও বেশি দুর্বল হওয়া লাগে। চারদিক থেকে আসে দুর্গন্ধ। এছাড়া পরিবেশও নোংরা। দুইটি মাত্র পায়খানা রয়েছে। তা ব্যবহার করার মত নয়। বাইরে থেকে স্যালাইন এনে শরীরে পুশ করতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা জেনারেল হাসপাতালের নার্স বলেন, ‘ডায়রিয়ার এমন প্রকোপ আগে দেখিনি। হাসপাতালে স্যালাইনের সঙ্কট রয়েছে। স্থান সঙ্কুলানও হচ্ছে না। জনবল সঙ্কটের মধ্যে একদিকে করোনায় আক্রান্তদের সেবা অন্যদিকে সাধারণ রোগীদেরও সেবা দিতে হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘দূষিত পানি, খোলা খাবার আর গরমের কারণেই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নিরাপদ পানি ও খাবারের ক্ষেত্রে সচেতনতাবোধই পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হতে পারে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech