বরগুনার বুড়ীশ্বর (পায়রা) নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুড়ীশ্বর, বিষখালী ও বলেশ্বর নদীতে মাছ শিকার করছে। মঙ্গলবার সকালে নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার মিটার চরগড়া ও তিনটি বেহন্তি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই জব্দকৃত জালগুলো নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসা, হালিমা খাতুন বলেন, অভিযান চালিয়ে ৪৭ হাজার মিটার অবৈধ জাল ও ৩টি বেহন্তি জাল জব্দ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৫০ হাজার টাকা। ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।