গত দু’তিন দিন দৈনিক মৃত্যু না কমলেও সাড়ে তিন হাজারের নিচেই ছিল। এবার গত ১ মে’র রেকর্ড ছাড়িয়ে মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরো ৩ হাজার ৭৮৬ জন। এর আগে ১ মে মারা যায় ৩৬শ ৮৮ জন। বুধবার (৫ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ২৬ হাজার। এর মধ্যে আবার পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখলো এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো- উত্তর প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ।
বরাবরের মতোই প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র। দিনে ৯শর কাছাকাছি মানুষ মারা গেছে রাজ্যটিতে। পরের অবস্থানেই রয়েছে দিল্লি।
গত ক’দিন ধরেই ৪ শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে রাজধানী। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি সংক্রমিত রোগী।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত। দেশটিতে এদিন আরও ৩ লাখ ৮২ হাজারের ওপর মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। মোট সংক্রমিত রোগী ছাড়িয়েছে ২ কোটি।