ভোলা সদর উপজেলার ইলিশায় গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হন ইলিশার আলোচিত জুয়ার গডফাদার সামছুদ্দিন ওরফে জুয়া সামছু।
মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে ইলিশা বয়াতি বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সামছুদ্দিন ইলিশা কালুপুর গ্রামের মোঃ সফি মিয়ার ছেলে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ইলিশা ০৯নং ওয়ার্ডের বয়াতি বাড়িতে কথিত প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে ইলিশা ফাঁড়িতে খবর দিলে এ এসআই সুজন মাঝি সর্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
পরে ফাঁড়িতে নিয়ে জানতে পারেন সামছুদ্দিন এর বিরুদ্ধে ভোলা থানায় নিয়মিত মামলা রয়েছে। যাহার নং-২৯ ঐ মামলায় সামছুদ্দিনকে বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, সামছুদ্দিন দীর্ঘদিন ইলিশা জংশন এলাকায় জুয়া খেলার নেতৃত্ব দিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইলিশা ফেরিঘাটে প্রতিদিন সকালে গাড়ির টিকেট বিক্রির অজুহাতে নারী যাত্রীদের বিভিন্ন ভাবে ইভটিজিং করতেন। যাঁর একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, সামছুদ্দিনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলায় রয়েছে। ঐ মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।