বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মে) বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির এবং সাবেক ছাত্রদল নেতা আনম সাইফুল আহসান আজিমসহ অন্যান্যরা।
সভার শেষ পর্যায়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অুনষ্ঠিত হয়।