বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সাদ এরশাদের শপথ আজ

সাদ এরশাদের শপথ আজ

ডেস্ক রিপোর্ট:

রংপুর-৩ আসনের উপনির্বাচনে জয়ী হওয়া সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহাগীর আল মাহি সাদ এরশাদ আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

স্পিকারের সংসদের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে তিনি পান ৫৮ হাজার ৮৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech