পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে মো. আল-আমিন হোসেন তালুকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার গৈরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন তালুকদার ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই স্থানীয় পৈকখালী ডাকঘরের পোস্ট মাস্টার এমাদুল হক তালুকদার জানান, বাড়ির পিছনের মাঠে তাদের পাঁচটি ছাগল ঘাস খাচ্ছিল।
ওইদিন বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ছোট ভাই আল-আমিন ওই ছাগল আনতে সেখানে যান।
এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন ও একটি ছাগল মারা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, ওই কৃককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।