ঈদ শেষে বরিশাল থেকে রাজধানীমুখী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ বন্ধ থাকায় বাসের উপর চাপ পড়েছে। তবে মানুষের কাছ থেকে বেশী ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল এলাকায় আজ রবিবার সকাল ১০টা থেকে যাত্রীদের চাপে পরিপূর্ণ হয়ে যায়। সিএনজি, অটোরিক্সা এবং মাইক্রোবাসে দুটি বাস টার্মিনাল এলাকায় জানজটের সৃষ্টি হয়।
যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ থাকায় চাপ পড়েছে সড়ক পথের উপর। ঈদ শেষে বরিশাল ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার মানুষ একযোগে রাজধানীমুখী হচ্ছে। প্রয়োজনের তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। একই সাথে নৌযান চলাচল শুরু করারও দাবী জানিয়েছেন তারা। যাত্রীরা জানান, বরিশাল থেকে মাওয়ার দ্বিগুন-তিনগুন ভাড়া নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র জানান, ‘অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’