ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ চিকিৎসা শেষে ২৪ দিনপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে গুলশানের বাসায় ফিরেছেন।
রোববার (২৩ মে) রওশন এরশাদের এপিএস মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টায় সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। এর আগে গত ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।
জানা যায়, রোজা রাখায় প্রচণ্ড গরমে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ায় ও পেটে গ্যাসের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।