বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সংসদে বাজেট অধিবেশন শুরু

সংসদে বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলতি অধিবেশনে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় উপস্থাপন করা হবে আগামী অর্থবছরের (২০২১-২০২২) বাজেট। বুধবার (২ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন—শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মোজাহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ ও রোমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা নামের তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।

এরপর শোক প্রস্তাব উস্থাপন করা হয়। চলতি সংসদের কুমিল্লা-৫ আসনের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং ঢাকা-১৪ আসনের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলামের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech