বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন কালভার্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৪২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৬ জুন) সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ছাদের গাজীর ছেলে।
স্থানীয় মাসুদ জানান, কলাপাড়া থেকে পিকআপ ভ্যানে মাছ নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন, হঠাৎ যান্ত্রিক সমস্যার কারণে পিকআপটি (ঢাকা মেট্রো- ন ১৬-৬২৭৫) উল্টে গেলে গাড়িতে থাকা জাকির ঘটনাস্থলে মারা যায় এবং ড্রাইভার পালিয়ে যায়।
আমতলী ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার রাকিব বলেন, ঘটনাস্থল থেকে আমাদের ফোন দিলে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পারিবারিক লোকদের কাছে মরদেহ হস্তান্তর করে।