খবর বিজ্ঞপ্তি: ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস ও পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
সোমবার (৭ জুন) সকাল নয়টায় নগরীর মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং ঐতিহাসিক ৭জুন ছয়দফা দিবসে সকল শহীদদের স্মরণে সকাল সোয়া নয়টায় নগরীর সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকীর অন্যান্য কর্মসূচী জেলা ও মহানগর আওয়ামী লীগ একসাথে পালন করবে। উক্ত সকল কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো গেল।