পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে শাশুড়ি মোমেনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক জামাই জামাল হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ব্যবহৃত দা উদ্ধার করা হয়।
রোববার (১৩ জুন) দুপুর দেড়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী জামাল হোসেনকে আটক এবং হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. মেহেদি হাসান।
ওসি মেহেদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে, শনিবার (১২ জুন) রাত দেড়টায় জামাল না ঘুমিয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। তখন তার শ্বাশুড়ি মোমেনা বেগম জামালকে ঘুমাতে বলেন। এতে জামাল ক্ষিপ্ত হয়ে শ্বাশুড়ি মোমেনাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মোমেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুমকি পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল বরিশাল পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
নিহত মোমেনা উত্তর মুরাদিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রাস্তার মাথা এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর স্ত্রী।
কাঞ্চন গাজী মেয়েকে দীর্ঘদিন আগে চাঁদপুর কচুয়া এলাকার বাসিন্দা জামাল হোসেনের (৪০) সঙ্গে বিয়ে দেন। বিয়ে পর থেকে মেয়ে জামাই জামাল তার বাড়িতে থাকতেন।