কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগগ্রস্থ’্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে মোবাইল সার্ভিসিং ও রিপিয়ারিং বিষয়ে মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগীতায় কলাপাড়ার লালুয়া ডরপ কার্যালয়ে রোববার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ধোধণ করেন ডরপ এর মনিটরিং এন্ড ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন ডরপ এর ডাটাবেজ ম্যানেজার ইশতিয়াক আহমেদ, ফিল্ড অফিসার আবদুল হক, পলাশ পাল, প্রোগ্রাম এসোসিয়েট ফরহাদ হোসেন।
দুটি ব্যাচে ১৫ জন নারীসহ ৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এছাড়া শনিবার ডরপ কার্যালয়ে তিন মাস ব্যাপী ইলেকট্রনিক্স (টিভি,রেডিও, ডিভিডি,ভিসিআর) মেরামত প্রশিক্ষণে অংশ নেয়া দুটি ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থীকে প্রুশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। ডরপ এর মনিটরিং এন্ড ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন এলজিইডি’র কলাপাড়া উপজেলা প্রকোশলী মো. মহর আলী। এ সময় ডরপ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে ডরপ এর টিম লিডার (প্রশিক্ষণ) জেবা আফরোজ জানান।