নিউজ ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে আব্দুল খালেক (৬৬) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল খালেক ভোলার চরগাজী এলাকার মৃত নিজামুল মিয়ার ছেলে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন আব্দুল খালেক। শুক্রবার দুপুরে অজ্ঞান অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সে সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছিল।
শনিবার ভোরে তার অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল খালেক। গত আড়াই মাসে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১২ রোগীর মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।