কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন মম্বিপাড়া সৈকতে বজ্রপাতে আলমগীর বিশ্বাস(৫০) নামে এক জেলে মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা জানান, মম্বিপাড়া গ্রামের আফতার বিশ্বাসের ছেলে দুই সন্তানের জনক আলমগীর ভোরে সাগরে রেনু পোনা শিকার করতে বের হয়। এ সময় মম্বিপাড়া সৈকতে পৌছলে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সৈকতেই বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে। তবে পরিবারের সম্মতি না থাকায় ময়নাতদন্ত ছাড়া পারিবারিকভাবে দাফন করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, বজ্রপাতে নিহত ব্যাক্তির পরিবারের সহায়তা করা জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে সকাল থেকে গোটা উপজেলায় ভাড়ি বর্ষন হয়েছে। লঘুচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও সাগর-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কলাপাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙ্গা বেড়িবাঁধগুলো দিয়ে পানি প্রবেশ করে পানিবন্দী হযে পড়েছে দশ গ্রামের মানুষ।