গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক যুবককে অপহরন করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে মুক্তিপন আদায়ের ঘটনার সত্যতা পেয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপহৃতার স্ত্রী ফাতেমা ইয়াসমিন বাদি হয়ে বুধবার গৌরনদী মডেল থানায় তিন জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ জনকে আসামি করে একটি অপহরন মামলা দাযের করা হয়েছে।অপহৃতার স্ত্রী ফাতেমা ইয়াসমিন বলেন, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন।
দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ৫ জন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে স্বামী শাহাদাতকে মারধর হাতে হ্যান্ডকাপ পড়িয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাত আনুমানিক পোনে তিনটার দিকে (০১৮৯০৭৯৭৮৯০) নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে রাতের মধ্যে টাকা নিয়ে চন্দ্রহার বাজারের সেতুর কাছে থাকতে বলে। টাকা না দিলে স্বামীকে হত্যার হুমকি দেয়। ওই রাতে আমি ও আমার দেবর নাসির উদ্দিন (২৫) ২৫ হাজার টাকা, আমার গলার চেইন ও কামের দুল যার মূল্য (১লাখ ৬০ হাজার) তাদের কথামত চন্দ্রহার বাজারের সেতুর কাছে গিয়ে তাদের হাতে দিয়ে অনুনয় বিনয় করে স্বামীর মুক্তি চাই। আধাঘন্টা পরে সাড়ে ৫টার দিকে গাড়িযোগে এসে চন্দ্রহার বাজারে শাহাদাতকে ফেরত দেয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা ইয়াসমিন বাদি হয়ে শহীদ প্যাদা (৪৫), লোকমান হোসেন (৪৬) ও নাসির হাওলাদারের (৪২) নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ জনকে আসামি করে বুধবার গৌরনদী মডেল থানায় একটি দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।