বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি

মোঃ শাহাজাদা হীরা:

নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই স্লোগান নিয়ে আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক  এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক হরিদাস শিকারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মোশারেফ হোসেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির, বাংলাদেশ আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্যরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিটিভিতে সম্প্রচারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ সহনশীল ঘর এবং সাইক্লোন সেন্টার কাম স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। উল্লেখ্য বরিশাল জেলায় ১৮০ টি দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করা হয়েছে পাশাপাশি বরিশাল জেলায় ১৪ টি সাইক্লোন সেল্টার কাম স্কুলের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্তৃক দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক ভাবে করণীয় বিভিন্ন বিষয়ের উপরে মহড়া প্রদর্শনী করা হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech