পিরোজপুরে লকডাউন মানছে না কেউ। করোনা সংক্রমনের হার শতকরা ৩৫ শতাংশ হলেও শহরে বা কোথাও নেই সামাজিক দূরত্ব। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টে জরিমানা করলেও লকডাউনকে গুরুত্ব দিচ্ছে না কেউ।
করোনায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২৪ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়েছে। গতকাল ইন্দুরকানীর চন্ডিপুরে করোনা পজেটিভ হয়ে সেকেন্দার হাওলাদার নামে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ৩৫ শতাংশ।
সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৩ টি স্যাম্পল পরীক্ষা করে ৬৩ জনের পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি আছে।