বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দুমকিতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুমকিতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুমকি প্রতিনিধি:

দুমকিতে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই আশ্রয়ন কেন্দ্রগুলোর উদ্বোধন করেন।

উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ১৭-১৯ অর্থবছরে দুমকির চরগরবদী আব্দুল গনি সিকদার বালিকা আলিম মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, আহম্মেদ হারুন কারিগরি এন্ড বিএম ইনস্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং মমতাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হার“ন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech