নিজস্ব প্রতিবেদক:
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, টর্চার সেল বন্ধ করার মাধ্যমে সন্ত্রাস মুক্ত শিক্ষার পরিবেশ গঠন এবং শিক্ষাঙ্গন দলীয় রাজনীতি মুক্ত করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটি- সনাক এবং ইয়েস গ্রুপ বরিশাল জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন ক্যাম্পাস চাই’-শ্লোগান নিয়ে জেলা সনাক সভাপতি সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, জেলা মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, পরিবেশ আইনবিদ সংগঠন বেলার জেলা আহবায়ক লিংকন গায়েন, সাংবাদিক সাইফুর রহমান মিরন, জেলা মহিলা কল্যান সমিতির আহবায়ক কাউছার পারভীন, ইয়ুথ দল নেতা মনিরুল ইসলাম সোহান প্রমুখ।