আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে নির্বাচনী জের ধরে হামলার দু’পক্ষের রাহাদুল চৌকিদার ও মশিউর রহমান গাজী নামের দুই যুবক আহত হয়েছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে টেপুরা গ্রামে।
জানাগেছে, গত ২১ জুন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনে টেপুরা গ্রামের রাহাদুল চৌকিদার বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের এবং মশিউর রহমান গাজী নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সমর্থন করে। বৃহস্পতিবার রাতে রাহাদুল চৌকিদার টেপুরা বাজার থেকে বাড়ী যাচ্ছিল। এমন মুহুর্তে পিছন দিক থেকে একটি মোটর সাইকেলে মশিউর, নান্না চৌকিদার ও জহিরুল গাজী এসে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এমন দাবী রাহাদুল চৌকিদারের। অপরদিকে মশিউর রহমান গাজী দাবী করেন রাহাদুল চৌকিদার, আরিফ গাজী ও জুয়েল চৌকিদার তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে আহত করেছে। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাহাদুল চৌকিদারের মাথায় যখমের চিহৃ রয়েছে। আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।