আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম’র মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বে-সরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১ টায় তার মরদেহ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশ পশ্চিম চিলা গ্রামের বাড়ী লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
জানাগেছে, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি মোঃ আবুল কাশেম দীর্ঘদিন ধরে জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় করোনা ভাইরাস সনাক্ত হয়। গত শনিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে মৃত্যুরবণ করেন। তার মৃত্যুতে আমতলী আইনজীবিসহ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বেলা ১১ টায় জানাযা শেষে তার মরদেহ পশ্চিম চিলা গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তার গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দিয়েছেন।
বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম দেলোয়ার হোসেন খাঁন, করোনায় আক্রান্ত হয়ে বিজ্ঞ আইনজীবি আবুল কাশেম মারা গেছেন। তার মৃত্যুতে আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো বলেন, আবুল কাশের এক দক্ষ আইনজীবি ছিলেন। আমতলীবাসী একজন অভিজ্ঞ আইনজীবিকে হারালো।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আইনজীবি আবুল কাশেমের গ্রামের বাড়ী লকডাউন করে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।