আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষ্যে সোমবার (১৪ অক্টোবর) বরিশাল নগরীর ওয়াইডব্লিউসিএ-এর দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম।
সেমিনারে প্রবীনদের শারিরীক বিভিন্ন ব্যথার কথা শুনে এব্যাপারে পরামর্শ প্রদান করেন বরিশাল ডিভিশনাল পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি স্পেশালিস্ট তিলক সরকার।
সেমিনারে অন্যান্যের মধ্যে ওয়াইডব্লিউসিএ-এর মিত্র সংস্থার সভানেত্রী অঞ্জু রানী বৈদ্য, সহ-সভানেত্রী ইডিথ মনীদিপা দাশ, সাধারণ সম্পাদিকা এ্যাঞ্জেলা বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশগ্রহনকারী প্রবীনরা তাঁদের জীবনের দীর্ঘ পথচলা, বিভিন্ন অভিজ্ঞতা ও সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করেন।