লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলেম ওলামাদের প্রতি প্রচণ্ড ধরনের দরদ রয়েছে । যা এর আগে আর কোনো সরকার প্রধান দের এরকম দরদ ছিল না। জননেত্রী শেখ হাসিনাই একমাত্র ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন।
মঙ্গলবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এমপি শাওনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের মাঝে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা মূলক কর্মশালা ও মাস্ক, পিপিই এবং নগদ অর্থ বিতরণকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন সকলকে স্বাস্থ্যবিধি মেনে কোরবানী দেওয়া ও কেরবানীর বর্জ্য নির্দিস্ট স্থানে ফেলার অনুরোধ করেন।
এসময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ও পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ওলামা গন।