পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে এ ঘটনায় গ্রেফতার দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে স্বরুপকাঠী থানায় মামলা দায়ের করে। ওই রাতেই পুলিশ এ ঘটনায় স্বরুপকাঠীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে গভীর রাতে দুই জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নন্দুহার গ্রামের ফিরোজ ফকিরের ছেলে ফারদিন উজ্জল হোসেন (১৯) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে মকবুল হোসেন (২০)।
কিশোরীর পিতা জানান, স্বরূপকাঠির উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এ পর্যন্ত অভিযুক্ত ৬ জনের নাম জানা যায়।
এ বিষয়ে স্বরুপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, ‘অভিযোগ পেয়ে দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’