পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ওএমএসের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বৈরী আবহাওয়ার মধ্যে এ কর্মসূচি উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে তিনটি পয়েন্টে প্রতিদিন ডিলারের মাধ্যেমে ১৮ টাকা করে ৫ কেজি আটা এবং ৩০ টাকা করে ৫ কেজি চাল বিতরণ করা হবে।
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬শ জন লোকের মধ্যে আটা ও ৯শ জন লোকের মধ্যে চাল বিতরণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার জানান, পৌরসভার তিনজন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে।