গলাচিপা উপজেলা পর্যায়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ/১৯ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও প্রতিযোগিদের মাঝে পুস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় অফিসার্স ক্লাবের সামনে থেকে গলাচিপা উপজেলার সকল এতিম শিশুদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে শিশুদের চিত্রাংকন ও নানাবিধ ক্রীড়া-সাংস্কৃতি পর্ব শেষে অফিসার্স ক্লাবে শিশু অধিকার সংরক্ষণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ গলাচিপা উপজেলা প্রোগ্রাম অফিসার রেখা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,
প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন ও সোনালী ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক শাহিন আলম বাপ্পী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শিশুরা বেশ কিছু অধিকার নিয়ে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার,
সু-শিক্ষা পাওয়া ও সুশিক্ষিত হয়ে বেড়ে ওঠার অধিকার এবং মানব শিশুর দেহ টিকে শিক্ষাসহ কারিগরি অভিজ্ঞতা নিয়ে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। শিশুর অধিকার রক্ষায় আমরা কি পরিকল্পনা ও বিনিয়োগ করেছি তার উপর নির্ভর করে আগামী ত্রিশ, চল্লিশ বা পঞ্চাশ বছরের বাংলাদেশ কেমন থাকবে।
শিশু অধিকারের ক্ষেত্রে শুধু আশা আকাঙ্খার আবেগতাড়িত হলে চলবে না, শিশুদেরকে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার এন.জি.ও ও সমাজের সচেতন শিক্ষিত, বিত্তশালী ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের মানুষিকতার পরিচয় দিতে হবে। তিনি শিশু অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এতিম শিশুদের দায়িত্ব প্রাপ্ত নারী-পুরুষ সমাবেশে অংশ নেয়।