বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নষ্ট হচ্ছে আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ, উদ্যোগ নেই অপসারনে

নষ্ট হচ্ছে আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ, উদ্যোগ নেই অপসারনে

আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে বিভিন্ন প্রজাতির ২০ টি বৃহৎ গাছ নষ্ট যাচ্ছে। উপজেলা প্রশাসন গাছগুলো অপসরনে কোন উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা লোকজন। দ্রুত গাছগুলো অপসরনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে,গত জুলাই মাসের শেষ দিকে ছয় দিনের বিরামহীন বর্ষণে গাছের মুল আগলা হয়ে আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে ২০ টি বৃহৎ গাছ উপড়ে পড়ে। ওই গাছগুলো ঝিনুক কোয়ার্টার, কৃষি অফিস, বিআরডিবি অফিসসহ বিভিন্ন সড়ক, পুকুর ও ঢোবায় পড়ে আছে। এতে লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে। গত এক মাসেও ওই গাছগুলো তুলে নেয়া হচ্ছে না। ওই গাছগুলো পরিষদের মধ্যে সড়ক, পুকুর ও ঢোবায় নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন গাছ গুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা ভুক্তভোগীরা। দ্রুত গাছগুলো অপসরনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। অপর দিকে পরিষদের অভ্যান্তরের পুকুরে গাছ পড়ে থাকায় পানি নষ্ট হয়ে যাচ্ছে। ওইপুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে।
আমতলী উপজেলা কৃষি অফিসে আসা মোঃ জুয়েল মৃধা বলেন, কৃষি অফিস সড়কে দুইটি গাছ পড়ে আছে। ওই গাছগুলো সড়কে পড়ে থানায় অফিসে যেতে খুব সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানোর দাবী জানাই।
ঝিনুর কোয়াটারের বাসিন্দা মোঃ শাহ জাহান মিয়া বলেন, গাছগুলো সড়ক ও ঢোবায় পড়ে নষ্ট হচ্ছে। গাছের কারনে চলাচল করতে সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানো প্রয়োজন।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সড়কে গাছ পড়ে থাকায় অফিসে কৃষকদের আসতে সমস্যা হচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কায়সার হোসেন বলেন, নিয়ম অনুসারে দ্রুত গাছগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, পরিষদে মিটিং ডেকে কমিটি করে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো নিলামে তোলা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech