কলাপাড়া উপজেলার, মিঠাগঞ্জ ইউনিয়নের মধু খালি গ্রামের অসহয়শহিদুলের মোটর সাইকেল টি রাঁতের আধাঁরে জ্বালিয়ে- পূড়িয়ে ছার খার করে দিয়েছে দূবৃত্ত রা।শনি বার, সকালে জীবিকার তাগিদে যাওয়ার সময় মোটর সাইকেল টি পোড়া অবস্থায় দেখে শহিদুল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এসময় পথচারী রা তাকে দেখতে পেয়ে মূ মুর্ষ অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎ সকের কাছে নিয়ে সুস্থ করে। মোটর সাইকেলের শোকে কান্না বিজরিত কন্ঠে কথা বলতে বলতে আবার অসুস্থ হয়ে পড়ে। শহিদের পরিবারের একমাত্র জীবিকা নির্বাহের ধারক ছিল এই মোটর বাইকটি।তিনি এখন নিঃস্ব।প্রতি দিনের ন্যায়মোটর সাইকেলটিশুক্রবার রাতে যথাস্থানে রেখেবাড়িতে যায়। স্থানিয়রা জানানপাশা পাশি আরোদূটি মোটর সা ইকেল ছিল।ঐ গাড়ি দূ টির কোন ক্ষতি হয়নি। যারা গাড়িটি পুড়িয়েছে তাদের শাস্তিদাবি করেন। কান্না বিজড়িত কন্ঠে, শহিদুল বলেন, শেষ সমবল টুকু হারিয়েছি,পরিবারের ভরন পোষন কিভাবে করবো তা এক মাত্র আল্লাহ ই জানেন।
এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন ঘটনা শুনে তার খারাপ লাগায়।ব্যক্তি গত ভাবে গাড়ি সারানোর জন্য আর্থিক সহযোগিতার আা স্বাস দেন।তবে কলাপাড়া উপজেলা নির্বাহি কর্ম কর্তা আবু হাসানাত শহিদুলহক জানান,বিষয়টি ভালভাবে৷ যেনে সহ যোগিতা করা হবে।