মোঃ শাহাজাদ হীরা:
পরিবার, শিশু ও সমাজের ক্ষমতায়ন সকলের অংশগ্রহণে দারিদ্র্য বিমোচন এই স্লোগান নিয়ে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টায়। ব্র্যাক বরিশাল এর আয়োজনে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের নিল খোলার পারে। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস ২০১৯ উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পরিদর্শন করেন।এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান এর সাথে উপস্থিত ছিলেন,
উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মুহাম্মদ শোয়েব ফারুক, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জাহানারা পারভীন, ব্র্যাক এর জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, জোনাল ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোঃ হাসিদুল হকসহ ব্র্যাকের কর্মকর্তা এলাকার দারিদ্র নারীরা উপস্থিত ছিলেন। সেখানে জেলা প্রশাসক উঠান বৈঠকে ব্র্যাকের দরিদ্র নারী সদস্যদের সাথে তাদের জীবনমান উন্নয়নের গল্প শোনেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে সেখান থেকে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দরা গড়িয়ারপার ব্র্যাক সেন্টার পরিদর্শনে যান সেখানে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্রাকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।